ই-কর্মাস ব্যবসা

খুব অল্প মূলধন দিয়ে যেভাবে আপনার ডিজিটাল দোকান সাজাতে পারেন…

খুব অল্প মূলধন দিয়ে যেভাবে আপনার ডিজিটাল দোকান সাজাতে পারেন…
আপনি যে বিজনেসই করেন না কেন আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিসের একটা ফেসবুক পেইজ এবং সম্ভব হলে ওয়েব সাইট করবেন – এতে আপনার পণ্যের বিক্রির বাজারটা অনেক বড় হবে। খুব অল্প মূলধন দিয়ে আপনার ব্যবসা শুরু করার ও শেখার এটা একটা দারুণ উপায়।
এফ-কমার্স বা ফেসবুক পেজ খুলে ব্যবসার কিছু নিয়মঃ
ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার পছন্দসই কোন ব্যবসা করা যায়।এটাকে বলতে পারেন ফেসবুকভিত্তিক ইকমার্স ব্যবসা। হোক সেটা কোন বুটিক বা ক্রাফট শপ বা হোমমেড ফুড বা সুপার শপ যেকোনো ব্যবসা যেটি আপনি ভালভাবে করতে পারবেন বলে মনে করেন। এই ব্যবসায় পুঁজি লাগে খুবই কম লাগে।
১. একটু ভালভাবে জেনে আপনিও কর্মসংস্থানের ভাল একটা উপায় বের করে নিন।
২. আমাদের দেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারী প্রায় ৫ কোটি। সুতরাং বুঝতেই পারছেন এখানে আপনার ক্রেতার অভাব নাই, অভাব আছে শুধু বিশ্বস্ত এফ– কমার্স উদ্যোক্তার।
৩. এই ব্যবসায় আসতে হলে আপনাকে ব্যবসায়িক ধারণাটা খুবই ভাল রাখতে হবে। এই জন্য ব্যবসায় নামার আগে যত পারেন এই ব্যাপারে জানার চেষ্টা করুন।
৪. মনে রাখবেন এইখানে অর্থগত ইনভেস্টমেন্টের চেয়ে জ্ঞানগত ও বুদ্ধিগত ইনভেস্টমেন্ট বেশি দরকার।
৫. যেভাবে পেজ খুলবেন: এই পেজ যে কোন বয়সের যে কেউ খুলতে পারবেন। এর জন্য আলাদা কোন পেপারস লাগবে না।শুধু লাগবে আপনার ফেসবুক আইডি।
৬. প্রথমে আপনার ফেসবুক আইডি থেকে নিচের ঠিকানাটি আপনার আইডির সার্চ অপশানে লিখে এন্টারচাপুন: www.facebook.com/pages/create
অথবা কোন একটা পেজে গিয়েও create page অপশান পাবেন। সেখানে ক্লিক করুন।
৭. এরপর যে উইন্ডো ওপেন হবে সেখানে নিচের কিছু ক্যাটাগরি পাবেন।
– Local business or Place
– Company, Organization or Institution
– Brand or Product
– Artist, Band or Public Figure
– Entertainment
– Cause or Community
আপনি যেটা করতে চান সেই ক্যাটাগরিতে ক্লিক করার পর এক বা একাধিক অপশান আসবে। সেগুলোতেপ্রয়োজনীয় তথ্য দিয়ে Get Started বাটনে ক্লিক করুন। এর পর যে অপশান গুলো আসবে তা পুরন করেফেলুন।
৮. এরপর পোফাইল পিক আপলোড দিয়ে Basic Info এর ঘর গুলো পুরন করুন। About অংশে আপনারব্যবসা বা প্রতিষ্ঠানের বর্ণনা দিন। এরপর Continue বাটনে ক্লিক করুন। এইবার আপনার পেজ তৈরি হয়েগেল।
৯. আপনার পেজে কোন পরিবর্তন করতে চাইলে Edit Page অপশান থেকে যে কোন সময় এডিট করতেপারবেন।
আপনিও চাইলে খুব দ্রুত শুরু করে দিতে পারেন এফ–কমার্স ব্যবসা। একটু চোখ কান খোলা রেখে মার্কেটের খোঁজ খবর নিয়ে শুরু করে দিন এখনই।
তবে শুধুমাত্র ফেসবুক নির্ভর হয়ে ব্যবসা পরিচালনা করবেন না। এটা একটা মাধ্যম হতে পারে কিন্তু একমাত্র মাধ্যম যেন না হয়।
সোশ্যাল মিডিয়ার আরও অনেক মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন, যেমন ইন্সটাগ্রাম, লিঙ্কডিন, হোয়াটসঅ্যাপ, ইমেইল মার্কেটিং, ইউটিউব, ওয়েব সাইট ইত্যাদি।
ইউনিক কন্টেন্ট ও ভিডিও তৈরি করে আপনি আপনার পেইজের বা ডিজিটাল দোকানের অরগানিক রিচ অনেক বেশী বাড়াতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *