কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন – বিজনেস শুরু করতে গিয়ে?
কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন – বিজনেস শুরু করতে গিয়ে?
একটা লিস্ট করে ফেলুন, তারপর সমাধান খুঁজুন।
সবাই হয়তো বলবেন মূলধন নাই বিজনেস করার জন্য। একাগ্রতা থাকলে এবং ব্যাপক ইচ্ছা শক্তি থাকলে খুব অল্প টাকা দিয়েও বিজনেস শুরু করা যায়।
বিশ্বাস করেন, আপনাকে কেউ সাহায্য করবে না, যতক্ষণ না আপনি নিজে নিজেকে সাহায্য করেন। ৯০ দিন ধরে শিখে নিজেকেই শুরু করতে হবে।
খুব ছোট করে শুরু করেন। ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে না। আমিও মাত্র ৫০,০০০ টাকা দিয়ে যে বিজনেস শুরু করেছিলাম, ২১ বছরে তার বর্তমান বাজার মূল্য অনেক টাকা। অথচ এই বিজনেস বন্ধ হয়ে যাবার কথা ছিল ১৯ বছর আগে। শুধু ব্যাপক ভাবে লেগে থাকার ও স্মার্ট ওয়ার্ক এর ফলাফল এটা।
বিয়ে করার জন্য যেভাবে টাকা জোগাড় হয়, বড় কোন বিপদে পড়লে যেভাবে টাকার সংস্থান হয়, কোন একটা অসুখে পড়লে যেভাবে টাকা জোগাড় হয় – ঠিক একই দৃঢ়তা, পরিকল্পনা, আইডিয়া ও ধৈর্য নিয়ে চেষ্টা করলে নিজের বিজনেসের টাকাও জোগাড় হয়ে যাবে। কিন্তু লেগে থাকতে হবে প্রতিদিন।
ডেইলি সেভিংসের ৯ টা টিপস ও পার্ট টাইম কাজের কথা মাথায় রেখে টাকা জমান যাতে পরিবার থেকে এখন কিছু ধার নিলেও ১ বছর পর শোধ করে দিতে পারেন। বাবা-মার কাছ থেকে অল্প কিছু টাকা নিন, না হলে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কে আপনার বিজনেসের পার্টনার করুন।
একা শুরু করার জন্য ৫-১০,০০০ বা ২৫-৫০,০০০ টাকাও একটা ভালো মূলধন। খুব অল্প টাকা দিয়ে শুরু করে কিভাবে এখন মাসে লাখ টাকা সেল করছে – সেই গল্প গুলো আমাদের ইউটিউব থেকে দেখুন।
যারা একটু বড় করে করতে চান তারা পার্টনার/ ইনভেস্টর নিন, বিজনেসটা একটু শিখে। আপনার আইডিয়া আপনাকে মুল্ধন দিবে, আপনার সততা ও কমিটমেন্ট হচ্ছে আপনার সবচেয়ে বড় মুল্ধন।
স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন…… কেউ আপনাকে আটকাতে পারবে না।